জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মাঠে গড়াবে পাকিস্তানের ঘরোয়া ফ্রাঞ্জাইজি লিগ পিএসএলের সপ্তম আসর। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো। এবার এ টুর্নামেন্ট সম্প্রচারের জন্য তার স্বত্ব বিক্রি করেছে পিসিবি। যার মূল্য ২৪ মিলিয়ন ডলার (প্রায় ২০৬ কোটি টাকা)।
পরবর্তী দুই বছরের জন্য স্থানীয় দুটি স্পোর্টস চ্যানেল ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস যৌথভাবে কনসোর্টিয়াম গঠন করে এ টিভি স্বত্ব কিনে নিয়েছে। অর্থাৎ পিএসএলের ২০২২ এবং ২০২৩ সালে অনুষ্ঠিতব্য অষ্টম ও নবম আসর যৌথভাবে সম্প্রচার করবে এ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস। দ্বিতীয় সর্বোচ্চ নিলামকারী প্রতিষ্ঠান ছিল জিও স্পোর্টস।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছে, আগেরবারের তুলনায় সম্প্রচার স্বত্ত্ব বিক্রিতে এবার ৫০ ভাগ বেশি মূল্য পেয়েছেন তারা। মূল চুক্তিটা ছিল ৩ বছরের জন্য ৩৬ মিলিয়ন ডলারের। এর মধ্যে ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার স্বত্ত্বও। আগেরবার ৩ কোটি ৬০ লাখ ডলারে টিভি স্বত্ব বিক্রি করে পিসিবি। সেখানে পিএসএলের পাশাপাশি পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটও অন্তর্ভুক্ত ছিল।
নতুন এই চুক্তি করতে পেরে বেশ খুশি পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির। তিনি বলেন, টিভি স্বত্ব ঘিরে এই তুমুল আগ্রহ ও মূল্য এত বেড়ে যাওয়াই প্রমাণ করে, মাত্র ৬ বছর আগে চালু হওয়ার পরও পাকিস্তান সুপার লিগ কতটা জনপ্রিয় হয়ে উঠেছে।
এস