আর্কাইভ থেকে বাংলাদেশ

নাবিলের সেঞ্চুরিতে নেপালকে গুঁড়িয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

নাবিলের সেঞ্চুরিতে নেপালকে গুঁড়িয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

ক্রিকেটীয় ইতিহাস-ঐতিহ্য, কৌশল, শক্তিমত্তা-সবদিক দিয়েই এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাঠেও এর প্রমাণ মিলল। ক্রিকেটের নতুন শক্তি হতে যাওয়া নেপালকে গুঁড়িয়ে এশিয়া কাপ শুরু করলেন টাইগার যুবারা। প্রতিপক্ষকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছেন তারা।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৮ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। দলের হয়ে উড়ন্ত সেঞ্চুরি হাঁকান টপঅর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল। ১১২ বলে ১১ চার ও ১ ছক্কায় ১২৭ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

নাবিলকে যথার্থ সঙ্গ দেয়া মোহাম্মদ ফাহিম তুলে নেন ফিফটি (৫৮)। তারা গড়েন ১৭৯ রানের জুটি। এতেই মূলত বড় সংগ্রহ গড়েন টাইগার যুবারা।  অবশ্য এদিন বাংলাদেশের ৪ ব্যাটারই রান পেয়েছেন। মাহফিজুল ইসলাম (১৭), ইফতেখার হোসেন (২১) এবং আইচ মোল্লা করেন ২২ রান। 

মরুর বুকে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। শুরুতে তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন ব্যাটাররা। পরে বাকি কাজটা সারেন বোলাররা। তরুণ টাইগারদের আগ্রাসী বোলিংয়ে ৪২.৩ বলেই ১৪৩ রানে অলআউট হয় নেপাল।

দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন গুলশান জাহার। এছাড়া ৩৩ রান আসে বিভেক মাগারের উইলো থেকে। এদিন বল হাতেও জ্বলে ওঠেন বাংলাদেশের সব বোলার। প্রত্যেকেই উইকেট শিকারের মিছিলে যোগ দেন। রাকিবুল, তানজিম হাসান সাকিব, আরিফুল ইসলাম ও নাঈমুর রহমান তুলে নেন ২টি করে উইকেট।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নাবিলের | সেঞ্চুরিতে | নেপালকে | গুঁড়িয়ে | এশিয়া | কাপ | শুরু | যুবাদের