ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই উদ্ধার কাজে অংশ নেয় র্যাব। পরে আহতদের উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয় র্যাবের হেলিকপ্টার। অগ্নিদগদ্ধদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসে র্যাব। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক (ডিজি)চৌধুরী আবদুল্লাহ-আল মামুন ও র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দুর্ঘনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।