আর্কাইভ থেকে আইন-বিচার

জীবনে প্রথম হাইকোর্টে এসেছি : কাজী সালাউদ্দিন

জীবনে প্রথম হাইকোর্টে এসেছি : কাজী সালাউদ্দিন
জীবনে প্রথমবার আমি হাইকোর্টে এসেছি। এসব বিষয় নিয়ে আদালতে আসাটাও আমার জন্য ভেরি স্যাড (দুঃখজনক)। বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বুধবার (১৪ জুন) হাইকোর্টে শুনানি শেষে বেরিয়ে এভাবেই সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান তিনি। এর আগে সকালে ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যম ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কাজী সালাউদ্দিনকেও মতামত দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব মানহানিকর বক্তব্য সরাতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাফুফে সভাপতি। এর আগে ৬ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ১৭ ব্যক্তি/সংস্থাকে আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠান সালাউদ্দিন।    

এ সম্পর্কিত আরও পড়ুন জীবনে | প্রথম | হাইকোর্টে | এসেছি | | কাজী | সালাউদ্দিন