আর্কাইভ থেকে ফুটবল

পিএসজিতে মেসি তার প্রাপ্য সম্মান পাননি: এমবাপ্পে

পিএসজিতে মেসি তার প্রাপ্য সম্মান পাননি: এমবাপ্পে
পিএসজির গল্প শেষ করে লিওনেল মেসি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন এই আর্জেন্টাইন। তবে কিছুদিন আগে বিদায় জানানো ফরাসি ক্লাবটিতে যে তাঁর সময় খুব একটা ভালো কাটেনি তা মেসি স্পষ্ট করেছেন নিজেই। মৌসুমের শেষ সময়ে এসে পিএসজি সমর্থকদের কাছ থেকে প্রতিনিয়ত শুনতে হয়েছে দুয়ো ধ্বনি। এবার মেসিকে নিয়ে কথা বললেন পিএসজিতে মেসির সতীর্থ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এই তারকা জানান, মেসি ফরাসি ক্লাবটিতে তার প্রাপ্য সম্মান পাননি। সম্প্রতি এমবাপ্পে কথা বলেছেন ইতালির মিলানভিত্তিক ক্রীড়া দৈনিক লা গ্যাজেটা ডেলো স্পোর্ট এর সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন, “আমরা ফুটবল ইতিহাসের সম্ভাব্য সেরা খেলোয়াড়ের কথা বলছি। মেসির মতো কেউ চলে গেলে এটি কখনই ভাল খবর নয়। এটা লজ্জার, কিন্তু বাস্তবে এটাই ঘটেছে।” তিনি আরও বলেন, “আমি বুঝতে পারি না। কেন লোকেরা এত স্বস্তি পেয়েছিল সে চলে যাওয়াতে।”

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজিতে | মেসি | প্রাপ্য | সম্মান | পাননি | এমবাপ্পে