আর্কাইভ থেকে জাতীয় পার্টি

ঢাকা-১৭ আসনে আলাদা প্রার্থী দিলেন রওশন ও জিএম কাদের

ঢাকা-১৭ আসনে আলাদা প্রার্থী দিলেন রওশন ও জিএম কাদের
জাতীয় সংসদের দুটি আসনে উপনির্বাচনের জন্য আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করে ফের প্রকাশ্যে এলো দুই নেতার দ্বন্দ্ব। এ নিয়ে দলের নেতাকর্মীরা অস্বস্তিতে পড়েছে। ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে এবার জাতীয় পার্টির মনোনয়ন দিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এর আগে ওই আসনে দলটির প্রার্থী হিসেবে কাজী মো. মামুনুর রশিদের নাম ঘোষণা করেন জাপার প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। অবশ্য জি এম কাদের চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছেন। এই আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. সামসুল আলম। বুধবার (১৪ জুন) দলের চেয়ারম্যান জি এম কাদের ওই দুই আসনে প্রার্থী হিসেবে মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।  এর আগে গেলো মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজধানীর বনানীর কার্যালয় মিলনায়তনে দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এর আগে গেলো (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রওশন এরশাদ ঢাকা-১৭ আসনে কাজী মো. মামুনুর রশিদকে প্রার্থী ঘোষণা করেন। বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান। গেলো ১৫ মে সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। এরপর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে মোতাবেক আগামী ১৭ জুলাই এ আসনে ভোট অনুষ্ঠিত হবে। অন্যদিকে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন গেলো (২ জুন) মারা গেলে চট্টগ্রাম-১০ আসনও শূন্য ঘোষিত হয়। পরে ইসি এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক ৩০ জুলাই বন্দর নগরের এ আসনে ভোট হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা১৭ | আসনে | আলাদা | প্রার্থী | দিলেন | রওশন | ও | জিএম | কাদের