আর্কাইভ থেকে জাতীয়

সিএনজি স্টেশন ঈদের আগে-পরে ২৪ ঘণ্টা খোলা

সিএনজি স্টেশন ঈদের আগে-পরে ২৪ ঘণ্টা খোলা
সারাদেশের সব সিএনজি স্টেশন ঈদের আগে এবং পরে মিলিয়ে মোট সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে আয়োজিত এক সভায় এ কথা জানান তিনি। এ দিন সভায় সেতুমন্ত্রী এই সিদ্ধান্তের বিষয়ে জানালে সিএনজি ব্যবসায়ীরা দু’দিন সময় কমিয়ে পাঁচ দিন করার পরামর্শ দেন। তবে মন্ত্রী এ সিদ্ধান্তে অমত প্রকাশ করে তা সাতদিনই বহাল রাখেন। সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন সিএনজি | স্টেশন | ঈদের | আগেপরে | ২৪ | ঘণ্টা | খোলা