আর্কাইভ থেকে বাংলাদেশ

শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত

শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত
মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র ঠাণ্ডায় পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তেঁতুলিয়ায় আজ সর্বনিস্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে কাহিল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। তাপমাত্রা কমে যাওয়ায় গরম কাপড়ের অভাবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অপরদিকে ভোরে কুয়াশা থাকায় শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে তীব্র শীতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। শীতে গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও বিকেল থেকেই বইছে উত্তরের হিমেল হাওয়া, সেই বাড়ছে শীত। সন্ধ্যা নামতেই মানুষজন বাজারের প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছেন। সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের বসুনিয়া মিয়া বলেন, পঞ্চগড়ের এবার প্রচণ্ড শীত পড়েছে। শীতে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তবুও কাজের সন্ধানে বের হতে হচ্ছে। শহরের ডোকরোপাড়া মহল্লার আব্দুল লতিফ জানান, ফজরের নামাজ পড়ে রাস্তায় বের হয়েছি। কুয়াশায় কিছু দেখা যায় না। মোটা কাপড়েও যেন শীত মানছে না। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাসেল শাহ জানান, আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন শৈত্যপ্রবাহে | পঞ্চগড়ে | আবারও | জেঁকে | বসেছে | শীত