আর্কাইভ থেকে বাংলাদেশ

নিউজিল্যান্ডের ‘ভয়ঙ্কর’ অতীত ভাবাচ্ছে না বাংলাদেশকে

নিউজিল্যান্ডের ‘ভয়ঙ্কর’ অতীত ভাবাচ্ছে না বাংলাদেশকে

নিউজিল্যান্ডে গিয়ে বরাবরই আশাহত হয়ে ফিরতে হয়ে বাংলাদেশ দলকে। সে দেশে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্যর খাতা একেবারেই শূন্য। তিন ফরম্যাটের খেলা ৩২ ম্যাচের সবগুলোতেই হার। সাদা পোশাকে ৯ ম্যাচে বিবর্ণ অবস্থা লাল-সবুজের প্রতিনিধিদের। এবার নতুন চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ নেওয়ার আগে নেওয়ার আগে ‘ভয়ঙ্কর’ অতীতে চোখ রাখতে চাইছেন না অধিনায়ক মুমিনুল হক।

চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামী ১লা জানুয়ারি নিউজল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন,আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো। সবসময় আশাব্যাঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিৎ।

সঙ্গে যোগ করেন মুমিনুল, নিউজিল্যান্ডে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আগে থেকেই যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে ভালো ফলাফল আসবে না। যত চ্যালেঞ্জ থাকুক, আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।

ফলাফল পক্ষে না এলেও নিউজিল্যান্ড বেশকিছু দাপুটে পারফরম্যান্স আছে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারের। মুমিনুল বার্তা দিলেন ১-২ জনের পরিবর্তে এবার জ্বলে উঠতে হবে দল হিসেবে। তিন বিভাগে ভালো করলে নিউজিল্যান্ডে ‘ডেডলক’ ভাঙা অসম্ভব নয়।

মুমিনুলের বার্তা,আমরা যতগুলো টেস্ট জিতেছি তা দলগত পারফরম্যান্সে কারণে। সবাই ভালো না করলে ভালো ফল করা কঠিন। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় ফলাফল হবে না। আমাদের খেলার যে প্যাটার্ন, তাতে দল হয়ে খেলা খুব জরুরী। তিন ডিপার্টমেন্টেই যেন ভালো করতে পারি।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডের | ভয়ঙ্কর | অতীত | ভাবাচ্ছে | বাংলাদেশকে