আর্কাইভ থেকে ক্রিকেট

গ্রুপসেরা হয়ে এশিয়া কাপে সেমিফাইনালে টাইগ্রেসরা

গ্রুপসেরা হয়ে এশিয়া কাপে সেমিফাইনালে টাইগ্রেসরা
হংকংয়ে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা।  এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টি বাঁধায় সেই ম্যাচ মাঠেই গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। শুক্রবার (১৬ জুন) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টাইগ্রেসদের গ্রুপপর্বে তৃতীয় ও শেষ ম্যাচ ছিল। তবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটিও বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে। আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের কারণে অর্ধেক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আর এই পয়েন্টের সুবাদেই সেমিফাইনালে পা রাখলো লতা মন্ডলের দল। আসরটিতে বাংলাদেশ পয়েন্ট টেবিলে ‌‌‘বি’ গ্রুপে ছিল।  ৩ ম্যাচ শেষে যুবা নারীদের সংগ্রহ ৪ পয়েন্ট। তাদের সমান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরাও। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে  পৌঁছে প্রমীলা বাংলাদেশিরা। সোমবার (১৯ জুন) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে অবস্থান করছে যথাক্রমে ভারত এবং পাকিস্তান। দুই দলেরি সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে। ফলে এখনি জানা যাচ্ছে না কে হবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।  

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রুপসেরা | হয়ে | এশিয়া | কাপে | সেমিফাইনালে | টাইগ্রেসরা