আর্কাইভ থেকে দেশজুড়ে

ধামরাইয়ে গরুর নাম রাখা হয়েছে ফাটাকেষ্ট!

ধামরাইয়ে গরুর নাম রাখা হয়েছে ফাটাকেষ্ট!
ঢাকার ধামরাইয়ে এক কৃষক দম্পতির শখের গরুর নাম ফাটাকেষ্ট। নাম যেমন গরুটি দেখতেও তেমন সুর্দশন। দীর্ঘ দুই বছর ছিয় মাস লালনপালন করেছেন ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের কৃষক দম্পতি ফারুক হোসেন ও নাদিয়া বেগম। গরুটির গায়ের রং কালো ও সাদা, দর্ঘ্য ৬৫ ইঞ্চি  প্রস্থ্য প্রায় ৯৫ ইঞ্চি। অনুমান করা হচ্ছে গরুটি ওজন হবে ২৪ মন। গরুটির দাম হাকানো হচ্ছে ৯ লাখ টাকা। কৃষক দম্পতি ফারুক হোসেন ও নাদিয়া বেগম বলেন, গরুটি দেখতে আশপাশের এলাকার মানুষ প্রায় প্রতিদিনই ভীর জমায়। স্থানীয়রা জানান, গরুটির প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে খড়, কাঁচা খাস, ভূষি ও কুড়া মাঝে মধ্যে বিচি জাতীয় কলা খাওয়ানো হয়ে থাকে। এ বছর ধামরাইয়ে ৩৩ হাজার ৫ শত ৬৫টি পশু কোরবানি ঈদ উপলক্ষে লালন পালন করা হয়েছে। ভাল দাম পাওয়ার সঙ্কায় রয়েছে পশু পালনকারী গামারীরা। এর মধ্যে ষাঁড় রয়েছে ১৮ হাজার ৩ শত ১৬টি, বলদ ২৩২ টি, গাভী জাতীয় পশু ৭৫৬, মহিষ ২১ টি, ছাগল ১৩ হাজার ৪ শত ২৮টি ভেড়া ৭৮২টি। গরুর স্বাস্থ্য পরিক্ষায় প্রাণী সম্পদ দপ্তরের লোকেরাও ব্যাপক তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ধামরাইয়ে | গরুর | নাম | রাখা | হয়েছে | ফাটাকেষ্ট