আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

চট্টগ্রামে খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন খালে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। নগরীর পাথরঘাটা-ফিরিঙ্গিবাজার এলাকার টেকপাড়া খাল এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে নগরীর ৩৬টি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান বলে জানায় সংশ্লিষ্টরা।

২ জানুয়ারি রোববার বিকেল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান আজ ৩ জানুয়ারি আবারও শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 

অভিযানে খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ ৫০টি ভবন চিহ্নিত করা হয়। এরপর কিছু অংশ ভেঙে ফেলা হয়। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবারে মধ্যে মালিকদের নিজ উদ্যোগে খাল দখল করে গড়ে ওঠা ভবনের বাকি অংশ ভাঙার নির্দেশ দেওয়া হয়।

তবে স্থানীয়দের অভিযোগ আগাম নোটিশ না দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের অভিযোগ সঙ্গে সঙ্গে ভেঙে ফেলাটা অন্যায়। তারা বলেন, এতে আমরা অনেক বিপদে পড়েছি।
 
এ বিষয়ে সিডিএর প্রকল্প পরিচালক জানান, দুই সপ্তাহ আগে, নিজ উদ্যোগে খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানোর  নোটিশ দেওয়া হয়েছে।
 
করোনার কারণে কিছুদিন বন্ধ থাকলেও রোববার থেকে আবারও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | খালের | অবৈধ | দখল | উচ্ছেদ | শুরু