আর্কাইভ থেকে ক্রিকেট

ত্রিপল ফিগার ছুঁতে পারলেন না মুমিনুল-লিটন

ত্রিপল ফিগার ছুঁতে পারলেন না মুমিনুল-লিটন

ব্যাট হাতে শক্তভাবেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে সাফল্যের পর ব্যাট হাতেও অসাধারণ খেলেছেন তিনি। তারপরও একটা আক্ষেপ থেকে যাবে মুমিনুলের। অল্পের জন্য ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটা যে হলো না তার!

২৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন তিনি। বাঁচতে পারেননি রিভিও নিয়েও।

একজন চলে গেলে অন্য সঙ্গীও দ্রুত চলে যান, তার প্রমাণটা আরো একবার পেলো টাইগার শিবির। লিটন দাস ফেরেন মুমিনুলের বিদায়ের কিছুক্ষণ পরেই। দ্বিতীয় শতক শতক হাতছাড়া করেছেন, ৮৬ রানে থেমে। 

তবে স্বত্বির বিষয় স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। এই লিড কতোটা বাড়াতে পারে তাই এখন দেখার বিষয়।  

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়েছিলো কিউইরা। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ত্রিপল | ফিগার | ছুঁতে | পারলেন | মুমিনুললিটন