আর্কাইভ থেকে বিনোদন

ভারতে ‘আদিপুরুষ’ ব্যান করার আহ্বান!

ভারতে ‘আদিপুরুষ’ ব্যান করার আহ্বান!
মুক্তির পর থেকেই 'আদিপুরুষ' সিনেমাটি নিয়ে নানা বিতর্কের জন্ম হয়েছে। নেতিবাচক রিভিউ পাওয়ার পর, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি লিখেছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সিনেমার প্রদর্শনী বন্ধ এবং অবিলম্বে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করার আদেশ দেয়া হোক।’ এরই মধ্যে 'আদিপুরুষ' সিনেমাটি জনগণ ও চলচ্চিত্র দর্শকদের ক্রোধের সম্মুখীন হয়েছে। সংলাপ থেকে ভিএফএক্স, সবকিছুই সিনেমা দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিভিউ পাচ্ছে। চলচ্চিত্রটি এমন সব বিতর্কের সৃষ্টি হওয়ায় ওম রাউতের পরিচালনায় এই ছবির স্ক্রিনিং নিষিদ্ধ করার দাবি করছে নেটিজেনরা। এদিকে, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয়ার পর প্রভাস এবং কৃতি স্যানন অভিনীত এই পৌরাণিক মহাকাব্য আরও একটি ধাক্কা খেয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, ‘সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে এবং অবিলম্বে প্রেক্ষাগৃহ আর ওটিটি প্ল্যাটফর্মে আদিপুরুষের প্রদর্শনী নিষিদ্ধ করার আদেশ দেয়ার জন্য।’ সংগঠনটির সদস্যরা তাদের পাঠানো চিঠিতে এ-ও উল্লেখ করেছেন যে, ছবিটির পরিচালক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধেও এফআইআর করা দরকার। এই চিঠির একটি অংশে বলা হয়েছে, ‘এই সিনেমার চিত্রনাট্য এবং সংলাপ স্পষ্টভাবে ভগবান রাম এবং ভগবান হনুমানের ছবিকে অপমান করছে। আদিপুরুষ সিনেমা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। প্রভু শ্রী রাম ভারতের লোকদের কাছে একজন দেবতাতুল্য। কিন্তু এই মুভিতে ভগবান রাম এবং রাবণকে দেখানো হয়েছে এমনভাবে যেখানে একটি দৃশ্যে তাদের ভিডিও গেমের চরিত্রের মতো দেখায়। এমনকি সংলাপগুলো দেশের এবং সারা বিশ্বের প্রতিটি ভারতীয়কে আঘাত করে। এরই সূত্র ধরে তারা অভিনেতা প্রভাস, কৃতি স্যানন এবং সাইফ আলি খানের অভিনয় নিয়েও মন্তব্য করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন একটি কলঙ্কজনক সিনেমার অংশ হওয়া তাদের উচিত ছিল না বলে চিঠিতে উল্লেখ করা হয়। আদিপুরুষ শ্রী রাম এবং রামায়ণে সনাতন ধর্মীয়দের বিশ্বাসের সম্পূর্ণ বিপর্যয় বলে তারা দাবি করেন। অন্যদিকে আদিপুরুষকে নিয়ে তুমুল বিতর্কের মধ্যে, একদল লোক বারারসিতে বিক্ষোভ করে এবং ছবিটির পোস্টার ছিঁড়ে ফেলে। এমনকি হিন্দু মহাসভা এ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে লখনৌ পুলিশের কাছে অভিযোগ করেছে। চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভে যোগদান করেছে সমাজবাদী পার্টিও। তারা বলছে, হিন্দু ধর্মাবলম্বীরা ছবির "সস্তা এবং ভাসা ভাসা সংলাপ" এ আঘাত পেয়েছে এবং ছবিটি একটি "এজেন্ডার" অংশ বলেও দাবি তাদের। সূত্র: ইন্ডিয়া টুডে

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | আদিপুরুষ | ব্যান | করার | আহ্বান