নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে জনগণের জন্য কোনো কাজ করেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়ন শুরু করে।
বুধবার (২১ জুন) বিকালে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।
মোরশেদ আলম এমপি বলেন, প্রস্তাবিত বাজেটে আর্থ সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ খাতে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। গত ১৪ বছরে আমাদের সরকার দেশের আর্থ সামাজিক অগ্রগতির সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে দারিদ্র ও অতি দারিদ্রতা হ্রাস করেছে। সর্ব সাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। শিক্ষার প্রসার ও আধুনিকতা করন ও দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও অগ্রগতি সাধিত করেছে। এ উন্নয়নের গতিধারা ও অগ্রগতির উন্নয়ন ধরে রাখার লক্ষে এ সকল খাতে বরাদ্দ যথেষ্ট বলে মনে করেন তিনি।
২০২৩-২৪ ঘোষিত বাজেট জীবন ও জীবিকার প্রয়োজনে সময়োপযোগী ও আত্মনির্ভরশীল করবে মন্তব্য করে সংসদ সদস্য মোরশেদ আলম এমপি আরও বলেন, দেশ গড়ার লক্ষে অর্থমন্ত্রী অর্থনীতি চাঙ্গা করতে বিপুল ভর্তুকিসহ দেশের শিল্পকে উৎসাহ, আমদানি নিরুৎসাহের ইঙ্গিত দিয়েছেন। রাজস্ব আয় থেকে শুরু করে ব্যয়ের পরিকল্পনা সবই করা হয়েছে আগামী বাজেটে। স্মার্ট বাংলাদেশের চিত্রাঙ্কন করেছে এই বাজেটে। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের চিত্র ফুটে ওঠেছে নির্মল ভাবে। সময়োপযোগী এবং অর্থনীতিকে চাঙ্গা করতে এ বাজেট খুবই কার্যকর হবে। সকল ক্ষেত্রে উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান দ্বিতীয় মেয়াদে এই আসনে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার জন্য।
বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের অগ্রযাত্রায় সোনালি যুগ অতিক্রম করতে যাচ্ছে জানিয়ে আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, এ অগ্রযাত্রা সমগ্র বিশ্বে সমাদৃত। জাতীর পিতা বঙ্গবন্ধুর পর অর্থনীতির উন্নয়ন ও সামাজিক-সাংস্কৃতিক, আইনশৃঙ্খলা ও পররাষ্ট্রনীতিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন।
এসময় তিনি তার নির্বাচনী এলাকা সেনবাগ-সোনাইমুড়ির উন্নয়ন তুলে ধরে মানুষের সমস্যার কথা তুলে ধরেন জাতীয় সংসদে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, একটি মহল না বুঝেই বাজেটের সমালোচনা করছে। শুধুমাত্র সরকারের বিরোধিতা করায় এ কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩-২৪ ঘোষিত বাজেট সময়োপযোগী এবং এই বাজেট অর্থনীতিকে চাঙ্গা করতে খুবই কার্যকর হবে। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ সদস্যরা।