আর্কাইভ থেকে ক্রিকেট

অ্যাশেজেও প্রাধান্য পেলো বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর

অ্যাশেজেও প্রাধান্য পেলো বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর

সিডনিতে চলছে অ্যাশেজ সিরিজ। চতুর্থ টেস্টের খেলা শুরু হয়েছে আজ বুধবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। তার আগেই মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ফলাফল হয়ে যায় নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের। সিডনির ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকা দর্শকরা এই ম্যাচের ফলাফল জেনেছেন স্ক্রিনে ভেসে ওঠা স্কোরবোর্ডে। 

চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে অজিরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। আর একই দিন অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে শেষ হলো মাউন্ট মঙ্গানুই টেস্ট। যেখানে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম দিন এটি।

বাংলাদেশের এই জয়ের স্কোরকার্ড উঠে এসেছে অ্যাশেজের মাঠেও। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলার মাঝে হুট করেই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে, নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দেখানো হয় পুরো ম্যাচের স্কোরকার্ড।

সিডনি টেস্ট কভার করতে থাকা জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিনিধি ভারত সুন্দারেসান সেই জায়ান্ট স্ক্রিনের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

#অ্যাশেজ #নিউজিল্যান্ডবনামবাংলাদেশ- এ দুই হ্যাশট্যাগে সুন্দারেসান লিখেছেন, ‘তারা এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) মাঠেও বাংলাদেশের মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া দুর্দান্ত জয়ের স্বীকৃতি দিচ্ছে এবং তা করাই উচিত।’

এদিকে, চলতি অ্যাশেজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা। বৃস্টি বিঘ্নিত ম্যাচে খেলা হয় ৪৬ ওভার ৫ বল। তাতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৬ রান। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড নেন একটি করে উইকেট। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যাশেজেও | প্রাধান্য | পেলো | বাংলাদেশের | ঐতিহাসিক | জয়ের | খবর