আর্কাইভ থেকে আন্তর্জাতিক

দুর্ঘটনার পরই নতুন পাইলটের খোঁজে ওশানগেট

দুর্ঘটনার পরই নতুন পাইলটের খোঁজে ওশানগেট
আটলান্টিক মহাসাগরে ডুবোযান টাইটান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই গভীর সমুদ্র অভিযানের জন্য আবার নতুন পাইলট নিয়োগ করতে চলেছে আমেরিকার সংস্থা ওশানগেট। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ডুবোযানের জন্য পাইলট নিয়োগের প্রক্রিয়ার বিষয়টি অনেকটাই এগিয়ে নিয়েছে তারা। গেলো ১৮ জুন ওশানগেটের ডুবোযানটি চালকসহ পাঁচ যাত্রীকে নিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হারিয়ে যায়। পরে চারদিন পর মার্কিন যুক্তরাষ্টের কোস্টগার্ড জানায় ডুবোযান টাইটানে বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সঙ্গে ওই পাঁচ আরোহীকে মৃত ঘোষণা করা হয়। গভীর সমুদ্রে অভিযান শুরু করার পৌনে ২ ঘণ্টার মধ্যেই ডুবোযানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সহযোগী জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে। তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি টাইটানের সঙ্গে। চার দিন পর টাইটানিকের ধ্বংসস্থল থেকে ১৬০০ ফুট দূরে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্ঘটনার | পরই | নতুন | পাইলটের | খোঁজে | ওশানগেট