আর্কাইভ থেকে আইন-বিচার

ঘুষসহ গ্রেপ্তার দুদকের গৌতম বরখাস্ত

ঘুষসহ গ্রেপ্তার দুদকের গৌতম বরখাস্ত
এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার সেই কর্মচারী গৌতম ভট্টাচার্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৫ জুন) দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র‌্যাকের সঙ্গে মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের মধ্যে যদি দুর্নীতিবাজ থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সেই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর পুলিশ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা তাদের বলেছি এর সঙ্গে আরও কেউ যদি জড়িত থাকে, তাদের চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে। গৌতম ভট্টাচার্য ২০১৩ সালে সাঁটলিপিকার-কাম কম্পিউটার অপারেটর পদে দুদকে যোগ দেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। গেলো শুক্রবার (২৩ জুন) মতিঝিলের একটি হোটেলে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা আনতে যাওয়ার পর গৌতমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মিষ্টির ৪টি প্যাকেট, নগদ দেড় লাখ টাকা, ৪টি মোবাইল ফোন, দুদকের মনোগ্রাম সম্বলিত খাকি রঙের ১টি খাম ও দুদকের একটি নোটিশ।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঘুষসহ | গ্রেপ্তার | দুদকের | গৌতম | বরখাস্ত