আর্কাইভ থেকে ফুটবল

শিশুদের জন্য মেসির উপহার বিক্রি করলেন নেইমার

শিশুদের জন্য মেসির উপহার বিক্রি করলেন নেইমার
লিওনেল মেসি পিএসজি ছাড়ার সময় বন্ধু নেইমারকে একটি উপহার দিয়ে এসেছিলেন। আর্জেন্টাইন অধিনায়ক নিজেও সেই উপহার পেয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির কাছ থেকে। মেসি ফরাসি ক্লাবটিতে যে ৩০ নম্বর জার্সি পরে খেলেছেন এই জার্সি নম্বরকে সোনালি রঙে ভাস্কর্য বানিয়ে মেসির হাতে তুলে দেন খেলাইফি। মেসির কাছ থেকে পাওয়া সেই উপহার যত্ন করে তুলে রাখেননি নেইমার। সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে মেসির দেওয়া সেই উপহার বিক্রি করে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলে নেইমারের নিজের নামে ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশন থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। মেসির দেওয়া সেই উপহার এ জন্যই নিলামে তুলেছিলেন নেইমার। ভাস্কর্যটি বিক্রি করেছেন বেশ ভালো দামেই। ১ লাখ ৫৮ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা এই ভাস্কর্য কিনে নেন ব্রাজিলের সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো।  এই অর্থ তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করবেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন শিশুদের | জন্য | মেসির | উপহার | বিক্রি | নেইমার