আর্কাইভ থেকে দুর্ঘটনা

ধ্বংসস্তুপে পরিণত ময়ূর-৭, আগুন নিয়ন্ত্রণে

ধ্বংসস্তুপে পরিণত ময়ূর-৭, আগুন নিয়ন্ত্রণে
ধ্বংসস্তুপে পরিণত হয়েছে রাজধানীর সদরঘাটে পুড়ে যাওয়া ময়ূর-৭ লঞ্চ। আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চাঁদপুর রুটের ওই লঞ্চটিতে আগুন লাগে। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামক লঞ্চটি সদরঘাটের লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। লঞ্চটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে এক এক করে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৮ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট ১৩ ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
ময়ূর-৭
ময়ূর-৭
লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ডিউটি অফিসার এএসআই ধনঞ্জয় রায়। তিনি বলেন, ‘লঞ্চটি সকাল থেকে ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটিতে যাত্রী না থাকলে লঞ্চের স্টাফরা ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ পুলিশও কাজ করে।’ তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা। উল্লেখ্য, ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের একটি বিলাসবহুল লঞ্চ হিসেবে পরিচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন ধ্বংসস্তুপে | পরিণত | ময়ূর৭ | আগুন | নিয়ন্ত্রণে