আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

দেশসেরা ২০০ গবেষকের মধ্যে নেই ইবির কেউ

দেশসেরা ২০০ গবেষকের মধ্যে নেই ইবির কেউ
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের দেশসেরা ২০০ গবেষকের মধ্যে স্থান পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেউ। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩ সালের একটি র‍্যাংকিং সূত্রে এ তথ্য জানা গেছে। এ তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে ইবি থেকে প্রথমে আছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। দেশের মধ্যে তার র‍্যাংকিং ২০৯। তালিকা সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১৮০টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষক স্থান পেয়েছেন গবেষকদের তালিকায়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী সহ ৭৩ জন গবেষক স্থান পেয়েছেন। এ বিষয়ে অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ল্যাবসহ বিভিন্ন সুবিধা বাড়ানো হলে অনেক গবেষকরা যুক্ত হবেন। ব্যয়বহুল হওয়ায় আমাদের বিভিন্ন নিরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সায়েন্স ল্যাবরেটরিতে গিয়ে করতে হয়। আমাদের সেন্ট্রাল ল্যাবরেটরিতে আরো পরীক্ষা-নিরীক্ষা সুবিধা বাড়ানো প্রয়োজন। সেখানে দামি যন্ত্রপাতি থাকলেও অপারেটিং করা হচ্ছে না। এগুলোর যথার্থ ব্যাবহার ও সুবিধা পাওয়া গেলে আমাদেরকে টাকা খরচ করে বাহিরে বিভিন্ন নিরীক্ষা করতে হতো না। এতে গবেষকদের কাজ আরও বেগবান হতো। প্রসঙ্গত, অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক (এইচ-ইনডেক্স), আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশসেরা | ২০০ | গবেষকের | মধ্যে | নেই | ইবির | কেউ