আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রাম সীমান্ত থে‌কে ১ বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্ত থে‌কে ১ বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থে‌কে শা‌কিল মিয়া (২১) নামে এক বাংলা‌দে‌শি যুবক‌কে ধ‌রে নি‌য়ে যাওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী (‌বিএসএফ) এর বিরু‌দ্ধে।

আজ রোববার (৯ জানুয়ারি) ভো‌রে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস‌্যরা ওই যুবক‌কে আটক ক‌রে নি‌য়ে যায় ব‌লে জানা গে‌ছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম সীমান্তবাসীর বরাত দি‌য়ে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আটক শা‌কিল মিয়া পাথরডু‌বি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে ব‌লে জানা গে‌ছে।

সীমান্ত এলাকা সূত্রে জানা গে‌ছে, রোববার ভোরে একদল গরু পাচারকারী ময়দান বিওপির এলাকাধীন সীমান্ত আন্তজার্তিক পিলার ৯৭৬ এর সাব পিলার ৬ এসের পাশ থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। এ সময় ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তা‌দের তাড়া করে। অন‌্যরা পালিয়ে ফির‌লেও শাকিল বিএসএফের হা‌তে ধরা পড়ে।

ত‌বে ঠিক কোন সীমানা পিলা‌রের নিকট হ‌তে শা‌কিল‌কে বিএসএফ আটক ক‌রে‌ নিয়ে গে‌ছে তা নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি।

এ বিষয়েকুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, সীমান্ত এলাকার বা‌সিন্দা‌দের কা‌ছে বিষয়টি আমরাও জান‌তে পে‌রে বিএসএফের কা‌ছে বার্তা পা‌ঠি‌য়ে‌ছি। ত‌বে তারা এখনও (রোববার সন্ধ্যা পর্যন্ত) অফিশিয়ালি আমাদেরকে কিছু জানায়‌নি। আমরা এ ব‌্যাপা‌রে খোঁজ রাখ‌ছি। সেই সাথে সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রাম | সীমান্ত | থে‌কে | ১ | বাংলা‌দে‌শি‌কে | ধ‌রে | নি‌য়ে | গে‌ছে | বিএসএফ