বিআরটিসি বাসের ধাক্কায় চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদীঘির পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৫)।
ট্রাকচালক জানান, সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি বিআরসিটি বাস ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাসচালককে আটক করা যায়নি।
তাসনিয়া রহমান