দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে নতুন করে আক্রাক্ত হয়েছে দুই হাজার ২৩১ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।
দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ১০৫ জনের প্রাণহানি হলো।
আজ সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।