আর্কাইভ থেকে বাংলাদেশ

সীমান্ত উত্তেজনা কমাতে আসছে নতুন পরিকল্পনা: বিজিবি মহাপরিচালক

সীমান্ত উত্তেজনা কমাতে  আসছে নতুন পরিকল্পনা: বিজিবি মহাপরিচালক

সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন-নতুন উদ্যোগ নিচ্ছে বিজিবি। ভারত সীমান্ত এলাকার মানুষদের জন্য পাসপোর্ট-ভিসার স্থলে  স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে। এরইমধ্যে  বিএসএফ ও ভারত সরকারকে এই প্রস্তাব দেয়া হয়েছে।  

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল  ইসলাম। মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় মহড়া পরিদর্শন করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ- ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্মীয় দুই পারেই বসবাস করেন। ফলে বিভিন্ন উৎসব পার্বনে তাদের  যাতায়াত আদিকাল থেকেই। কিন্তু এখন সীমানা হয়েছে। তাই পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অবৈধ অনুপ্রবেশ হয়। এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে।  যদি এই স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করা যায় তাহলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্ত | উত্তেজনা | কমাতে | | আসছে | নতুন | পরিকল্পনা | বিজিবি | মহাপরিচালক