বাংলাদেশ স্কুল বাহরাইনের আয়োজনে তিনদিন দিনব্যাপী বিজয় মেলায় অংশ নিয়ে স্কুলকে সহযোগিতা করে দূতাবাসের মাধ্যমে স্কুলের কর্তৃপক্ষকে ২৮ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন। রোববার (৯ জানুয়ারী) দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের হল রুমে বিকেল ৪ টায় এক আলোচনা সভার পরে এই চেক হস্তান্তর করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ভিসা ও পাসপোর্ট উইং সচিব হারুন-আর-রশিদ, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আইনুল হক, সিনিয়র সহ সভাপতি আব্দুল বাসেদ, যুগ্ম সম্পাদক জসীমউদ্দীন, আখতারুজ্জামান, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুয়িজ চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর শফিউদ্দিন আহমেদ ও গিয়াস উদ্দিনসহ বাহরাইন প্রবাসী বিশিষ্ট বাংলাদেশী ব্যাক্তিরা।
সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ বিজনেস ফোরামের এই সহযোগিতার ভুয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিজনেস ফোরাম এবং দূতাবাস একসঙ্গে কাজ করে বাংলাদেশ স্কুলের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।