আর্কাইভ থেকে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান

যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান

যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে বড় ছেলের কাছে অবকাশ যাপনে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনিও করোনা আক্রান্ত।

এরপর তার স্ত্রীরও করোনা পজির্টিভ রেজাল্ট আসে। বর্তমানে তারা ছেলের বাসায় চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হয়ে তারা দেশে ফিরবেন।

২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। এখনোপুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।


এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | গিয়ে | করোনায় | আক্রান্ত | ট্রাইব্যুনালের | চেয়ারম্যান