আর্কাইভ থেকে জাতীয়

কার্যালয় ছাড়ার নোটিশে ৬ মাস সময় চায় নুররা

কার্যালয় ছাড়ার নোটিশে ৬ মাস সময় চায় নুররা
ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বের কারণে আগামী দুই দিনের মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছেন জমির মালিক। গণঅধিকারর পরিষদের পক্ষের দাবি, তাদের ৬ মাসের সময় দিতে হবে। শুক্রবার (৭ জুলাই) ৭৩/২ পুরানা পল্টনের জামান টাওয়ারের ৬ষ্ঠ তলার এ কার্যালয় ছাড়ার নোটিশ দেন জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া। গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, মালিককে আন্তরিকতা নিয়ে বলেছি আমরা রাজনীতি করি। চাইলেই তো আর এত বড় কার্যালয় হুট করে পাওয়া যাবে না। তাই আমাদের ৬ মাস সময় দিতে হবে। নাম না প্রকাশের শর্তে গণঅধিকার পরিষদের একজন সদস্য বলেন, ভাড়ার শর্ত অনুযায়ী কার্যালয় ছাড়তে হলে ৬ মাস আগে জানাতে হবে। তারা আমাদের এ বিষয়ে ৭ জুলাই জানিয়েছেন, তাই আমরা এখন কার্যালয় খুঁজব। তারপর ছেড়ে দেবো। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেয়া হবে, বিষয়টা এমন নয়। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। এর আগে শুক্রবার (৭ জুলাই) ৭৩/২ পুরানা পল্টনের জামান টাওয়ারের ৬ষ্ঠ তলার এ কার্যালয় ছাড়ার নোটিশ দেন জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া। কার্যালয় ছাড়ার নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী এ মর্মে আতংকিত ও ভীত। তাছাড়া ভবনের সমিতির পক্ষে থেকে ও আমাদের এ ব্যাপারে সর্তক থাকতে পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বিধায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে অফিস খালি করে দেয়ার অনুরোধ রইল।

এ সম্পর্কিত আরও পড়ুন কার্যালয় | ছাড়ার | নোটিশে | ৬ | মাস | সময় | চায় | নুররা