আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশকে বড় রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

বাংলাদেশকে বড় রানের লক্ষ্য দিলো আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে শুরতে আফগানদের ব্যাটিং করতে পাঠান লিটন দাস। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করে ৩৩১ রান।  অর্থাৎ বাংলাদেশকে সিরিজে সমতা আনতে হলে করতে হবে ৩৩২ রান।  আগে কখনোই এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। শনিবার চট্টগ্রমামের জহুর আহমেদে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে আফগান দুই ওপেনার গুরবাজ ও জাদরান। দুজন মিলে ৩৬ ওভারে গড়েন ২৫৬ রানের জুটি।  ১৪৫ রান করে গুরবাজ আউট হয়ে গেলে ভেঙ্গে যায় সেই জুটি। ওপেনিং জুটি ভাঙ্গার পর নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তবে একের পর এক উইকেট পরলেও শতক তুলে নেন জদরান। তাঁর ১১৯ বলে ১০০ রানের ইনিংসের পর আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৩৩১ রান। এছাড়াও মোহাম্মদ নবি করেন ১৫ বলে ২৫ রান। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ২ টি করে ও এবাদাত হোসেন ১ টি উইকেট শিকার করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশকে | বড় | রানের | লক্ষ্য | দিলো | আফগানিস্তান