দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান। তবে এর আগে যান নিরাপত্তার নিশ্চয়তা। সাকিবের নিরাপত্তা ইস্যু যেহেতু ক্রিকেট সম্পর্কিত কারণ নয়, কারণটা রাজনৈতিক। তাই এ নিয়ে কথা বলার জন্য অন্য ক্রিকেটারদেরকেও কিছুটা সতর্কই থাকা নিরাপদ।
মেহেদী হাসান মিরাজও যেন তাই করলেন। কানপুরে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ।
টাইগার এই অলরাউন্ডারের কাছে সাকিবের ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা নিয়ে ভাবনা জানতে চাওয়া হয়েছিল। সতর্ক উত্তরে মিরাজ বলেন, ‘যেহেতু তার (সাকিব) একটা স্বপ্নের কথা বলেছে, শেষটা দেশের মাটিতে করতে চেয়েছে সে। যেহেতু একটা ইস্যু আছে, এখনো ক্লিয়ারেন্স (নিশ্চয়তা) দেয়নি, কীভাবে করবে না করবে, এটা আসলে তারা চিন্তা করবে। সে যদি ক্লিয়ারেন্স পায় বা সে যদি যেতে পারে, বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু এটা সে নিজেই বলেছে।’
এর আগে সাকিবের নিরাপত্তা ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেছেন, দেশে খেলতে এলে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, সেটা সরকার দেবে। কিন্তু মানুষের মনের ক্ষোভ দূর করার দায়িত্বটা নিতে হবে সাকিবকেই। সে জন্য সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করতে বলেন আসিফ মাহমুদ।