আন্তর্জাতিক

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায় ছবি: হুশাম শোবারো

লেবাননে স্থল হামলা চালানোর বিষয়টিতে আর কোনো রাখঢাক রাখলো না ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর দাবি কেবলমাত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হবে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে মঙ্গলবার (১ অক্টোবর) লেবাননে এই হামলা চালানোর ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-ঘেঁষা গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে।

ইসরাইলের রাজনৈতিক নেতাদের মদদে এই হামলার অনুমোদন দেয়া হয়েছে। হিজবুল্লাহর ওপর আক্রমণের জের ধরেই লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেলিন আল-জাজিরাকে বলেন, ‘আমি আশা করি, আমরা ছোট পরিসরে স্থল অভিযানের বিষয়ে কথা বলছি।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসরাইল সাবেক এই মন্ত্রী বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি, এটা নিয়ন্ত্রণ করা খুবই জটিল একটি কাজ। ইসরাইল সরকার যদি সত্যি সত্যি হিজবুল্লাহ যোদ্ধাদের কর্মকাণ্ড সীমিত করে আনা এবং উত্তরাঞ্চলে ইসরাইলিদের নিজ গ্রামে ফিরে যেতে দেয়ার মূল লক্ষ্য অর্জনের জন্য আন্তরিক হয়; তাহলে এটা (স্থল অভিযান) সীমিত পরিসরের হতে হবে।

লেবাননে ইসরাইলের নতুন এই স্থল অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন লেবাননে | স্থল | অভিযান | শুরু | করেছে | ইসরাইল