আর্কাইভ থেকে অর্থনীতি

হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম
বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখি থাকার পর কমতে শুরু করেছে কাঁচা মরিচের ঝাঁজ। ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় ও দেশিয় কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে দেশিয় কাঁচা মরিচের দামকেজিতে ৬০ টাকা কমেছে। রোববার (৯ জুলাই) ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়। হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক মেসার্স সম্পা ট্রেডার্সের সর্বাধিকারী ইদ্রিস আলী বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই আমরা কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছি। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে বাজারে সররবাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। তবে ভারতের বাজারেই কাঁচা মরিচের দাম বাড়তি যার কারণে দেশের বাজারে কাঁচা মরিচের দাম খুব একটা কমছে না। এছাড়া কাঁচা মরিচ যেহেতু একটি কাঁচাপণ্য এর দাম নির্ভর করে ভারতের মোকামে পণ্যটির সরবরাহের উপর। যেদিন সরবরাহ বেশি থাকে সেদিন দাম কম থাকে আর যেদিন সরবরাহ কম থাকে সেদিন দাম বাড়ে। বন্দর দিয়ে ভারত থেকে যেসব কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে প্রকারভেদে তা ২০০ টাকা থেকে শুরু করে ২৬৮ টাকার মত পড়তা পড়েছে। যার কারণে দেশের বাজারে কাঁচা মরিচের দাম তেমন একটা কমছে না। এছাড়া কাঁচা মরিচ আমদানিতে যে কেজি প্রতি ৩৫ টাকার মত শুল্ক দিতে হচ্ছে সেটি যদি কমানো হয় বা প্রত্যাহার করা হয় তাহলে দেশের মানুষ আরও একটু কম দামে কাঁচা মরিচ খেতে পারতো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর এর সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, অহেতুক যেন কোনো পণ্যের মূল্যবৃদ্ধি না পায় সেটি রুখতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন বাজার মনিটরিং করছি। এ সময় বিক্রেতাদের ক্রয় বিক্রয়ের ম্যামো দেখে দামের বিষয়টি যাচাই বাছাই করে দেখছি। তারা কি দামে কিনছে আর কি দামে বিক্রি করছে সেটি খতিয়ে দেখছি। এক্ষেত্রে যাদের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হচ্ছে। প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫ শে জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এর ফলে দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ শে জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। ঈদের ছুটির পর গত ৫ জুন থেকে আবারও স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক প্রায় ৫ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন হিলিতে | কমেছে | কাঁচা | মরিচের | দাম