আর্কাইভ থেকে স্বাস্থ্য

ভাতা বৃদ্ধি দাবিতে চিকিৎসকদের গণঅনশন

ভাতা বৃদ্ধি দাবিতে চিকিৎসকদের গণঅনশন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) এর অধীভুক্ত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা বৃদ্ধি ও নিয়মিতকরণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (৯ জুলাই) শহীদ মিনার প্রাঙ্গণে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর অ্যাসোসিয়েশন আয়োজিত পূর্বনির্ধারিত কর্মবিরতি ও গণঅনশনে এ দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন নবী বলেন, আমাদের এই আন্দোলনটা শুরু হয় ২০২০ সাল থেকে। তখন তিনটি দাবি নিয়ে আন্দোলনটা শুরু করা হয়েছিল। সেগুলো ছিল ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি, ভাতা নিয়মিতকরণ ও বকেয়া ভাতা পরিশোধ।এই তিনটি দাবির মধ্যে কেবল বকেয়া ভাতা পরিশোধের দাবিটি বাস্তবায়িত হয়েছে। কিন্তু বাকি দুটি দাবি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা যতবারই দাবিগুলো ভিসি, ডিজি হেলথের কাছে নিয়ে গিয়েছি, ততবার কেবল আশ্বাসই পেয়েছি। কবে বাস্তবায়ন করা হবে তার কোনো নিশ্চয়তা পাইনি। আমরা চাই আমাদের দাবিগুলো ভিসি স্যারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত বাস্তবায়ন করা হোক। এর আগে শনিবার (৮ জুলাই) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ভাতা | বৃদ্ধি | দাবিতে | চিকিৎসকদের | গণঅনশন