আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে এখনো সংশয়

পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে এখনো সংশয়
ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবেন কি না তা নিয়ে এখনো সংশয় দূর হয়নি। গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিশেষ কমিটি তৈরি করেছিলেন। আজ  রোববার পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানালেন, 'ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান'। তবে তিনি একটি শর্তও দিয়েছেন। সেই শর্ত পূরণ হলে তবেই বিশ্বকাপ খেলতে ভারতে আসার অনুমতি পাবে পাকিস্তান দল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এহসান বলেন, 'যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি।' নিজের এই মত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সঙ্গে জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন, 'পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যারা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।' আগামী ৯ থেকে ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক আছে। সেখানে এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে কথা বলতে পারেন পিসিবির নতুন সভাপতি জাকা আশরাফ। ধারণা করা হচ্ছে, ঐ বৈঠকে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | বিশ্বকাপ | খেলা | নিয়ে | এখনো | সংশয়