আর্কাইভ থেকে বিএনপি

ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ মারা গেলেও সরকার নির্বিকার: ফখরুল

ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ মারা গেলেও সরকার নির্বিকার: ফখরুল
এ সরকার শুধু মানুষের ওপর হামলা-মামলা দিয়ে ক্লান্ত হয়নি তারা সব অধিকারও হরণ করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ খাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ১২ জুলাই ঢাকায় সমাবেশ থেকে গণতন্ত্রের নতুন যাত্রার কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ জুলাই) সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব এ ঘোষণা দেন। ফখরুল বলেন, এ সরকারকে বিদায় দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ মন্তব্য করে ফখরুল বলেন, ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ মারা গেলেও সরকার নির্বিকার। বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে ডাকা কর্মসূচির অংশ হিসেবে রোববার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় তারুণ্যের সমাবেশ। বৈরি আবহাওয়া মধ্যেই সমাবেশে যোগ দেন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা-উপজেলা শাখার বিএনপির তিন সংগঠনে নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটায় সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অনুষ্ঠানে বক্তব্য দেন হামলা-নির্যাতনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা। মির্জা ফখরুল বলেন, এ সরকার শুধু মানুষের ওপর হামলা-মামলা দিয়ে ক্লান্ত হয়নি তারা সব অধিকারও হরণ করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ খাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা কখনোই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নতুন মাত্রা তাই যোগ হবে ১২ জুলাই সমাবেশের পর। তারুণ্যের সমাবেশ হলেও অনুষ্ঠানে যোগ দেন সিলেট বিএনপির সব পক্ষের নেতারা। ছিলেন, মেয়র আরিফুল হক চৌধুরীও। তবে তারা কেউ বক্তব্য দেননি।          

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুতে | প্রতিনিয়ত | মানুষ | মারা | গেলেও | সরকার | নির্বিকার | ফখরুল