জাতীয়

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে যা বললেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদে যোগ দেয়ার পর বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন । সেখানে সরকারের মেয়াদ, বাংলাদেশে সংস্কার- ইত্যাদি বিষয়ে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনপিআরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ড. ইউনূস। এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সোমবার (৩০ সেপ্টেম্বর)। সেখানে প্রধান উপদেষ্টা কথা বলেছেন বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূসকে প্রশ্ন করেন উপস্থাপক, সামরিক নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাস ক্ষমতায় থাকা উচিত। আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার জন্য কী ১৮ মাস সময় যথেষ্ট?

প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা উত্তর দিয়েছেন, 'কেউ কেউ বলছে, যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি (ড. ইউনূস) যত দেরি করবেন, তত অজনপ্রিয় হয়ে পড়বেন; সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে। তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে। কারণ, সবকিছুর সংস্কার না করে আমরা বাংলাদেশ ২.০-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে।' 

তিনি আরও যোগ করেন, 'আমরা পুরোনো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কী দাঁড়াল! এর কোনো মানে হয় না।...তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে।' 

এই সাক্ষাৎকারে আরও অনেক প্রসঙ্গ এসেছে। বাংলাদেশে হওয়া জুলাই আন্দোলন, আন্দোলন পরবর্তী সময়- এই সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলেছেন ড. ইউনূস।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | ও | সংস্কার | প্রসঙ্গে | যুক্তরাষ্ট্রের | গণমাধ্যমকে | ড | ইউনূস