আর্কাইভ থেকে বাংলাদেশ

খালেদার ভুল সিদ্ধান্তের কারণে ৬০ কোটি টাকা জরিমানা দিতে হয় : প্রধানমন্ত্রী

খালেদার ভুল সিদ্ধান্তের কারণে ৬০ কোটি টাকা জরিমানা দিতে হয় : প্রধানমন্ত্রী

আমরা ৯৬ সালে ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করি। শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করি। এ ১০ হাজার কম্পিউটার কেনার একটি প্রকল্প হাতে নিই। নেদারল্যান্ডসের যে কোম্পানি থেকে কম্পিউটার কেনার চুক্তি হয় সে প্রতিষ্ঠানের নাম টিউলিপ নামে। শেখ রেহেনার মেয়ের নামও টিউলিপ। এ জন্য ওই কোম্পানি থেকে কম্পিউটার কেনার চুক্তি বাতিল করেন খালেদা জিয়া সরকার। ফলে নেদারল্যান্ডসের সেই কোম্পানি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স’উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে- নেদারল্যান্ডসের একটি ফুলের নাম টিউলিপ আপনারা জানেন। তাদের কম্পিউটার প্রতিষ্ঠানের নামও টিউলিপ নামে। আমাদের অতি জ্ঞানী তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কে জানি বোঝায় যে, শেখ রেহেনার মেয়ের নাম টিউলিপ। কাজেই নেদারল্যান্ডসের সেই কোম্পানিটিও টিউলিপের নামে। কাজেই সেখান থেকে কম্পিউটার নেওয়া যাবে না। তাই উনি নেদারল্যান্ডস থেকে কম্পিউটার আনার বিষয়টি বাতিল করে দেন।

তিনি বলেন, এ ধরনের সরকারপ্রধান থাকলে দেশের উন্নতি কীভাবে হবে আপনারাই ভালো জানেন। পরে আমরা ক্ষমতায় এসে অ্যানালগ টেলিফোনগুলো ডিজিটাল করে আমি '৯৬ সালে ক্ষমতায় এসে মোবাইল কোম্পানি বেসরকারি খাতে ছেড়ে দিই। ফলে প্রতিযোগিতা সৃষ্টি হয়।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশিয় সম্পদ যা আছে, অনেক অমূল্য সম্পদ রয়ে গেছে যা আমরা এখনও ব্যবহার করতে পারিনি বা ধরা ছোঁয়ার বাইরে, সেগুলোও আমাদের খুঁজে বের করতে হবে। এর ওপর গবেষণা করে সেগুলোও যাতে দেশের মানুষের কাজে লাগানো যায় সে বিষয়ে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।.শেখ হাসিনা বলেন, অন্যান্য গবেষণায় এগিয়ে গেলেও আমাদের দেশ স্বাস্থ্যবিষয়ক গবেষণায় পিছিয়ে রয়েছে এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা কম হচ্ছে। এ জন্য চিকিৎসকদের অনেককেই রোগীর সেবার পর আর গবেষণায় যুক্ত হতে না পারার প্রসঙ্গ ও তিনি উল্লেখ করেন। তার সরকার স্বাস্থ্য বিষয়ে গবেষণা বৃদ্ধিতে পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদার | ভুল | সিদ্ধান্তের | কারণে | ৬০ | কোটি | টাকা | জরিমানা | হয় | | প্রধানমন্ত্রী