আর্কাইভ থেকে ক্রিকেট

আফগানদের বিপক্ষে হারের ব্যাখ্যা দিলেন পোথাস

আফগানদের বিপক্ষে হারের ব্যাখ্যা দিলেন পোথাস
ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। অথচ শক্তিমত্তায় পিছিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। টাইগারদের এমন হারের ব্যাখায় আফগান স্পিনারদের কৃতিত্ব দিলেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। আফগানিস্তানের স্পিন লাইনে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীর মতো স্পিনাররা আছে। এই তিন স্পিনারকে সামলে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদেরকেও হিমশিম খেতে হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগের দিন সোমবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে পোথাস জানালেন, 'সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুনিয়ার সেরা।' সিরিজের দুই ম্যাচে আফগানিস্তানের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন টাইগাররা। বিশেষ করে মুজিব-উর-রহমান এবং রশিদ খান মিলে নিয়েছেন ৯ উইকেট। আরেক স্পিনার মোহাম্মদ নবীও দুই ম্যাচে পেয়েছেন দুই উইকেট। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও দলের আবহে হেরফের হচ্ছে না, শেষ ম্যাচ জিততে সমস্ত প্রস্তুতিই আছে তাদের,  'আমরা পেশাদার খেলোয়াড়দের নিয়ে কথা বলছি। এই ছেলেরা খুবই পেশাদার তাদের কাজ নিয়ে। আমাদেরকে খুব বেশি তাতিয়ে দেওয়ার দরকার নেই। তারা সব সময়ই প্রস্তুত। এরা দুর্দান্ত এক দল খেলোয়াড়।'

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানদের | বিপক্ষে | হারের | ব্যাখ্যা | দিলেন | পোথাস