আর্কাইভ থেকে দেশজুড়ে

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
সিলেট জেলাজুড়ে বুধবার সকাল ৬টা থেকে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ধর্মঘট স্থগিতের কথা জানান। তিনি বলেন, জেলা প্রশাসক মজিবর রহমানের আহ্বানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। এ সময় জেলা প্রশাসক তাদের দুটি দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এর আগে বিকালে বৈঠক করে সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেয়া এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। পরিবহন মালিক ও শ্রমিকরা দাবি করেন, গেলো শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে এক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০টি বাস আটকে রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। এ কর্মকাণ্ডের প্রতিবাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (১০ জুলাই) সকাল থেকে সিলেট-তামাবিল সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেটে | পরিবহন | ধর্মঘট | স্থগিত