আর্কাইভ থেকে ফুটবল

নিউক্যাসলের উপদেষ্টা বাংলাদেশের মেহযেব

নিউক্যাসলের উপদেষ্টা বাংলাদেশের মেহযেব
গেল মৌসুমে চমক দেখিয়ে লিভারপুল চেলসিকে পিছনে ঠেলে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে জায়গা করে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এবার সেই সৌদি মালিকানাধীন ক্লাবটির উপদেষ্টা পরিষদের সদস্যপদ পেলেন একজন বাংলাদেশি। তিনি প্রথিতযশা সাংবাদিক মতিউর রহমানের ছেলে ড. মেহযেব চৌধুরী। । তিন মৌসুমের জন্য মেহযেবকে নিয়োগ দিয়েছে নিউক্যাসল। এ সময়ে তিনি ক্লাবটির স্টাফ, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করবেন। চলতি বছরের শুরুতে মেহযেব চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট এবং গভর্নেন্স সংস্থা নর্থাম্বারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছিলেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা নিয়েই নিউক্যাসলে যুক্ত হওয়ার সুযোগ পেলেন। তার অভিজ্ঞতা ইংলিশ ক্লাবটির পেশাদার এবং তৃণমূল উভয় পর্যায়েই কাজে আসবে বলে কর্তৃপক্ষের বিশ্বাস। মেহযেব ফুটবলের সঙ্গে বেশ আগে থেকেই জড়িত। লেখালেখিতে দক্ষতা থাকায় তিনি এর আগে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম, ইএসপিএন, ব্লিচার রিপোর্ট ও ভাইটাল ফুটবল-এর হয়ে কাজ করেন।    

এ সম্পর্কিত আরও পড়ুন নিউক্যাসলের | উপদেষ্টা | বাংলাদেশের | মেহযেব