আর্কাইভ থেকে এশিয়া

রুপিতে পেমেন্ট করা যাবে আইফেল টাওয়ারে

রুপিতে পেমেন্ট করা যাবে আইফেল টাওয়ারে
ফ্রান্স সফরে গিয়ে প্যারিসে পা রেখেই প্রধানমন্ত্রী মোদির বড় ঘোষণা ইউপিআই পেমেন্ট ঘিরে। প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, মোদি বলেন,  বহু ভারতীয়রাই ফ্রান্সে বেড়াতে আসেন, আর সেকথা মাথায় রেখে এবার ফ্রান্সে চালু হচ্ছে ভারতের ইউপিআই মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউপিআই নিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি হচ্ছে। এবার ভারতীয় টাকায় আইফেল টাওয়ার থেকে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন ভারতীয়রা। একথা প্যারিসের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘ফ্রান্সে ভারতের ইউপিআই নিয়ে একটি চুক্তি হচ্ছে, এটা আইফেল টাওয়ার থেকে শুরু হবে। এবার ভারতের পর্যটকরা রুপিতে পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে আইফেল টাওয়ারে।’ শুক্রবার ফ্রান্স সফরে দিয়ে মোদি জানিয়েছেন, প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে চালু হচ্ছে এই ইউপিআই লেনদেন। প্রসঙ্গত, ভারতের পথ ধরে প্রথমে সিঙ্গাপুরে ইউপিই চালু হয়েছিল। এরপর ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে ভারতের ডিজিটাল মাধ্যমে ইউপিআইতে লেনদেন চলেছে। এবার ফ্রান্সে সেই পরিষেবা চালু হচ্ছে। ফলে কোনও ভারতীয় যদি ফ্রান্সে যান, তাহলে তিনি ইউপিআই দিয়ে লেনদেন করতে পারবেন। এদিনের প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ইউপিআই দিয়ে ফ্রান্সে লেনদেন হলে, সেদেশেও নগদের ব্যবহারে আসবে কমতি। এর আগে, ভারতের ঐতিহাসিক নোটবাতিল পর্ব দেখা যায়। সেই সময় নগদের ব্যবহার কম করে ডিজিটাল পথে লেনদেনের কথা বলা হয়েছিল। নগদহীন লেনদেনে বারবার উৎসাহ এসেছে কেন্দ্রের তরফে। সেই সময় থেকেই ফোন পে, গুগল পে-র দ্বারা লেনদেনের বিষয়টি আরও বেশি করে উৎসাহ পায়। এরপর ভারতের তরফে বাজারে আসে ভিম অ্যাপ। ভারতে ব্যবহৃত এই লেনদেনের অ্যাপগুলি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অউ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন রুপিতে | পেমেন্ট | করা | আইফেল | টাওয়ারে