আর্কাইভ থেকে রাজনীতি

হিরো আলমকে ‘মারধর’, আটক ৪

হিরো আলমকে ‘মারধর’, আটক ৪
রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে মারধরের শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আটকে পুলিশের অভিযান চলছে। সোমবার (১৭ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলমকে মারধরের ঘটনায় এই পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আরও কয়েকজনকে ধরতে পুলিশের অভিযান চলছে। সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে হিরো আলম বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে কেন্দ্র পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোক চিৎকার করে তাকে মারধর করে। হিরো আলমকে উদ্দেশ্য করে হামলাকারীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে হলো জোকার, সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়। এমপির মানে সে জানে? কেউ কেউ আবার বলছিলেন, তারে খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না।

এ সম্পর্কিত আরও পড়ুন হিরো | আলমকে | মারধর | আটক | ৪