আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে দুদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে দুদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুদিনে ৪ জন মারা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে মো. রিয়াজুল ইসলাম আলভী (১৫) ও শারমিন হেনা রিতা (৪৫) নামের দুজন। আগের দিন মারা যান মো. আলমগীর (৩০) ও আব্দুল মান্নান (৪৫) নামের দুজন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জন শিশু, ৬ জন পুরুষ ও তিনজন নারী। এ ২৪ ঘণ্টায় ৮৭ জনের নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৪ জনে। আক্রান্তদের বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ১ হাজার ৮৪ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত ১৭ জুলাইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নিহত ৪ জনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্য তিনজন বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যায়। এর মধ্যে রিয়াজুল ইসলাম আলভী নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা প্রবাসী রফিকুল ইসলামের ছেলে। আলভী কাজেম আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ডেঙ্গু আক্রান্ত আলভীকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার মৃত্যু হয়। শারমিন হেনা রিতা নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর মসজিদ গলির বাসিন্দা। তিনিও শনিবার পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়। সোমবার ভোরে তিনি মারা যায়। ডেঙ্গুতে মারা যাওয়া মো. আলমগীর পটিয়া উপজেলার কচুয়াই কালা মসজিদ এলাকার আবুল কালামের ছেলে। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা দিলকুশা শাখায় কর্মরত ছিলেন। তাকে শনিবার দিনের বেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতে তিনি মারা যান। আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার আবদুস সোবাহানের ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির মতিঝিল প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। শুক্রবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হ। শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | দুদিনে | ডেঙ্গুতে | ৪ | জনের | মৃত্যু