আর্কাইভ থেকে এশিয়া

ভারতে বন্যা, তাজমহল চত্বরে ঢুকেছে পানি

ভারতে বন্যা, তাজমহল চত্বরে ঢুকেছে পানি
বন্যার কারণে গোটা দিল্লি, বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনার জল। তছনছ করে দিচ্ছে ভারতকে। ভেঙে দিয়েছে ৪৫ বছরের রেকর্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে উত্তর ভারত। পরিসংখ্যানে বলা হয়েছে, ভারতের ৭২ শতাংশ জেলাই বড় আকারের বন্যায় বিপর্যস্ত হতে পারে। গেলো সপ্তাহেই লালকেল্লার দেয়াল ছুঁয়েছিল যমুনা নদীর পানি। সোমবার যমুনার পানি ছুঁয়ে ফেলল তাজমহলের দেয়াল। ৪৫ বছরে এই প্রথম বার তাজমহলের দেয়াল ছুঁল যমুনার পানি। শেষ বার ১৯৭৮ সালে নদীর পানি ঢুকেছিল তাজমহল চত্বরে। প্রবল বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে গত কয়েক দিন ধরেই বানভাসি দিল্লির বিভিন্ন এলাকা। যমুনার পানিতে ডুবে গিয়েছিল লালকেল্লার আশপাশ। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটও। এ বার সেই যমুনার পানি ঢুকে পড়ল তাজমহল চত্বরে। তাজমহলে এএসআই-এর সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেছেন, ‘‘বন্যার প্রবল জলোচ্ছ্বাসেও তাজমহলের মূল স্মৃতিসৌধের মধ্যে জল ঢুকতে পারবে না। কারণ সে ভাবেই বানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | বন্যা | তাজমহল | চত্বরে | ঢুকেছে | পানি