আর্কাইভ থেকে বাংলাদেশ

ভিসি পদত্যাগের দাবিতে ফের রাস্তায় শবিপ্রবির শিক্ষার্থীরা

ভিসি পদত্যাগের দাবিতে ফের রাস্তায় শবিপ্রবির শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আজও আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোলচত্বরে শতাধিক শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন। 

আন্দোলনকারীরা জানান, উপাচার্যের মদদেই শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আব্দুল হামিদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে রোববার (১৬ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় তাকে উদ্ধার করতে হলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে এদিন সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ভিসি | পদত্যাগের | দাবিতে | ফের | রাস্তায় | শবিপ্রবির | শিক্ষার্থীরা