আর্কাইভ থেকে ক্রিকেট

আমার কাছে কুমিল্লার জার্সির দাম অনেক : লিটন দাস

আমার কাছে কুমিল্লার জার্সির দাম অনেক : লিটন দাস

জার্সির প্রতি ভালোবাসা অন্য যেকারো থেকে খেলোয়াড়দের বেশিই থাকে। কারণে জার্সির কারণেই সবচেয়ে বেশি পরিচিত পান তিনি। সেটা ক্রিকেট-ফুটবল কিংবা অন্য যেকোনো খেলার ইভেন্টে। 

তেমনি জার্সি নিয়ে নিজের আবেগের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেজে প্রকাশিত সেই ভিডিওতে লিটন বলেছেন, ‘এ বছর বিপিএল খেলবো কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। এর আগেও তিন বছর খেলেছি কুমিল্লার হয়ে। এই দলটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি প্রথম থেকেই এ দলের সঙ্গে ছিলাম। এই জার্সিটার মূল্য আমার কাছে অনেক বেশি। কারণ আমি এখানে খেলেছি অনেক আগেই।

এসময় ভালো খেলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন,‘আমি চাই যে এতদিন যেভাবে কুমিল্লাকে সমর্থন দিয়ে এসেছেন, তা করে যাবেন। মাঠে তো আসার সুযোগ নেই, অনলাইন বা যে মাধ্যমেই হোক আমাদের সাপোর্ট করবেন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন দলটা ভালো কিছু করতে পারে।’

২০১৫ সালে কুমিল্লার প্রথম শিরোপা জয়ের আসরে দলের অন্যতম সদস্য ছিলেন লিটন। শুরু থেকেই এ দলের সঙ্গে থাকায় লিটনের কাছেও কুমিল্লা দল ও দলের জার্সি অনেক মূল্যবান। এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিনি।
মাঝে সিলেট সিক্সার্স ও রাজশাহী রয়্যালসে খেলে এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসে ফিরেছেন লিটন দাস। প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই লিটনকে দলে নিয়েছে কুমিল্লা। এর আগে তিন আসর কুমিল্লার জার্সিতে খেলেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।

কুমিল্লার হয়ে প্রথম দফায় তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। সেই তিন আসরে ৩৩ ম্যাচ খেলে ১৬.৫৯ গড়ে ৪৪৮ রান করেছিলেন লিটন। এবার এই পরিসংখ্যান নতুন করে সাজানোর মিশনেই নামবেন এ উইকেটরক্ষক ব্যাটার।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আমার | কাছে | কুমিল্লার | জার্সির | দাম | অনেক | | লিটন | দাস