আর্কাইভ থেকে দেশজুড়ে

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত দেড়শতাধিক

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত দেড়শতাধিক

নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শতাধিক বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল শতাধিক তা আজ  বুধবার (১৯ জানুয়ারি) সকালে দেড়শতাধিকে ছাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৩, সদর উপজেলায় ২৫, রূপগঞ্জ উপজেলায় ৩১, সোনারগাঁও উপজেলায় ১৪, বন্দর উপজেলায় আট ও আড়াইহাজার উপজেলায় ১৬ জন শনাক্ত হয়েছেন।

সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে। আক্রান্তদের মধ্যে কারো ওমিক্রন ভ্যারিয়েন্ট আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করা হয়েছে, সেটি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ নিয়ে পরীক্ষা করার পর জানা যাবে এদের মধ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত আছেন কিনা।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন নারায়ণগঞ্জে | করোনায় | আক্রান্ত | দেড়শতাধিক