আর্কাইভ থেকে দেশজুড়ে

শিক্ষার্থীদের নানা ভাবে সহায়তা দিচ্ছে সরকার : রেলমন্ত্রী

শিক্ষার্থীদের নানা ভাবে সহায়তা দিচ্ছে সরকার : রেলমন্ত্রী
স্বল্প আয়ের অনগ্রসর জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা যেন,বিদ্যালয়ে যাতায়াত অসুবিধার কারণে লেখা-পড়া থেকে ঝড়ে না পড়ে এই জন্য সরকার বাইসাইকেল প্রদান সহ নানা ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে। বললেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি। আজ শুক্রবার (২১ জুলাই) সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রয়েছে , প্রতিটি  ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, চ্যালেঞ্জ মোকাবিলা করে , বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন,  যারা আন্দোলনের নামে সন্ত্রাস করে তাদের মুখে দেশের উন্নয়নের কোন কথা নেই ক্ষমতায় গেলে তারা দেশের জন্য কি করবে  সে কোথাও তাদের মুখে নেই। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বাই সাইকেল বিতরণী সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  রিতু আক্তার ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক  আবু, আওয়ামী লীগ নেতা আ স ম নুরুজ্জামান, শিক্ষক আমিনুর রহমান বুলু ও  শিক্ষার্থী ফাইজুল ইয়াসমিন  বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষাক-শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনগ্রসর উপজেলা বিবেচনায় প্রধান মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী,উপজেলা উন্নয়ন সহায়তা খাত হতে ২৫ লাখ টাকা ব্যয়ে, দেবীগঞ্জ উপজেলার ২৫৭ জন শিক্ষার্থীর মাঝে এসকল বাইসাইকেল বিতরণ করা হয়।  এরপর দুপুরে মন্ত্রী দেবীগঞ্জ উপজেলা কৃষি মেলা এবং বিকালে বোদা উপজেলা কৃষি মেলার উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষার্থীদের | নানা | ভাবে | সহায়তা | দিচ্ছে | সরকার | | রেলমন্ত্রী