দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে শুরুটা দুর্দান্তই করেছিলো ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিতেছিলো অনায়াসেই। তবে সিরিজের বাকি দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করে বিরাট কোহলিরা। বুধবার (১৯ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরেছে ভারত।
পার্লে প্রথম ওয়ানডেতে ভারতকে ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৯টি চার এবং চারটি ছক্কায় ৯৬ বলে ১২৯ রানের ঝলমলে শতরান করেন ফন দার দুসেন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ১৪৩ বলে ১১২ রান। এছাড়া কুইন্টন ডি কক করেন ২৭ রান।
২৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান তুলতে সমর্থ হয় ভারত। শিখর ধাওয়ান ৭৯, বিরাট কোহলি ৫১ ও শার্দুল ঠাকুর ৫০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি, অ্যান্ডিলে ফেহলুকওয়ো ও লুঙ্গি এনগিদি।
এই সফরে এটি ভারতের টানা তৃতীয় পরাজয়। দুর্দান্ত শতকের সুবাদে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া ব্যাটার ফন দার দুসেন।
হাসিব মোহাম্মদ