আর্কাইভ থেকে বাংলাদেশ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  সকাল  ১০টার দিকে নাগরিয়াকান্দি এলাকার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবী মিয়া (৪০) কামারগাঁও এলাকার আলমাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, নবী হোসেনের সাথে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়েগেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর হাসপাতালের  জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি । 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি । পুলিশ এটি নিয়ে কাজ করছে। 

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | ভাইয়ের | হাতে | ছোট | ভাই | খুন